নাগরিকদের রাশিয়া যেতে মানা করল তুরস্ক
তুরস্কের নাগরিকদের রাশিয়ায় সফর না করতে পরামর্শ দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বর্তমানে রাশিয়ায় অবস্থানরত তুরস্কের নাগরিক এবং পর্যটকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ায় এই পরামর্শ দেওয়া হচ্ছে।
দ্য গার্ডিয়ান বলছে, তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়া একটি রাশিয়ান বিমান ভূপাতিত করার পর থেকে মস্কো ও আঙ্কারার মধ্যকার দ্বন্দ্বের বর্তমান অবস্থা এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ পেল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তুরস্কের নাগরিকদের উচিত রাশিয়া ভ্রমণ না করা। বিশেষ করে যেকোনো অগুরুত্বপূর্ণ সফর পিছিয়ে দেওয়াই ভালো।
গত মঙ্গলবার নিজেদের আকাশসীমা থেকে গুলি করে একটি রাশিয়ার বিমান ভূপাতিত করে তুরস্ক। এর মধ্য দিয়ে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো ন্যাটোভুক্ত দেশ রাশিয়ার বিমান লক্ষ্য করে গুলি করল। আর এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুরস্কের নাগরিকদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া তুরস্ক থেকে আমদানি করা বিপুল পরিমাণ খাদ্যপণ্য বাজেয়াপ্ত করেছে রাশিয়া।