মিসর-তুরস্কের পর রাশিয়ার ভ্রমণ তালিকা থেকে বাদ ভারত
নিরাপদ ভ্রমণের তালিকা থেকে ভারতকে বাদ দিয়েছে রাশিয়া। সন্ত্রাসবাদের হুমকি ও রাজনৈতিক কারণে সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে মিসর ও তুরস্ক। তবে ভারত বাদ পড়েছে স্থানীয় নিরাপত্তা সংকট ও ব্যয় বৃদ্ধির কারণে।
রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, খরচ বেড়ে যাওয়া ও স্থানীয় কিছু ঘটনার কারণে ভারতের অন্যতম পর্যটনকেন্দ্র গোয়াকে ভ্রমণের তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। শুধু গোয়াই নয়, পুরো ভারতকেই এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার ভারতের গোয়ায় অবস্থিত রুশ তথ্যকেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, মিসর ও তুরস্ককে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি সংশোধিত ভ্রমণ তালিকা করা হয়েছে। ৩১ অক্টোবর রুশ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঘোষণায় দেশটিতে থাকা রাশিয়ার সব পর্যটককে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। আর সম্প্রতি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্কে ভ্রমণ নিষিদ্ধ করেছে রাশিয়া।
রুশ ভ্রমণ তালিকায় নিরাপদ হিসেবে নতুন করে যুক্ত হয়েছে কিউবা, দক্ষিণ ভিয়েতনাম ও দক্ষিণ চীন। রাশিয়ার পার্লামেন্টের ফার্স্ট ডেপুটি স্পিকার ইভান মেলনিকভ বলেন, এসব স্থানে শীতেও যথেষ্ট উষ্ণতা থাকে।
গোয়ায় অবস্থিত রুশ তথ্যকেন্দ্রের প্রধান এক্যাটরিনা বেলয়াকোভা বলেন, ২০০২ সাল থেকে প্রতিবছরই বেশ উল্লেখযোগ্য সংখ্যক রুশ নাগরিক গোয়া ভ্রমণে এসেছেন। গত কয়েক বছরের হিসাবে গোয়ায় বিদেশি পর্যটকের ৫০ শতাংশই ছিল রাশিয়ার। ২০১৩ সালে গোয়া ভ্রমণে আসা রুশ ভাষাভাষীর সংখ্যা ছিল আড়াই লাখ।
রাশিয়া নিশ্চিত করেছে, ভারতকে নিরাপদ ভ্রমণের তালিকা থেকে বাদ দেওয়ার পেছনে সন্ত্রাসবাদের কোনো সংযোগ নেই; বরং স্থানীয় কিছু ঘটনাই এর জন্য দায়ী। একই সঙ্গে রুশ তথ্যকেন্দ্র জানিয়েছে, গোয়ায় আর্থিক কারণেও রুশদের ভ্রমণ কমে যাবে। ট্যাক্সি, হোটেলসহ বিভিন্ন খরচ যথেষ্ট বেড়েছে সেখানে। তিনি জানান, গোয়ায় সমুদ্র দেখা যায় এমন একটি হোটেল কক্ষ প্রতি রাতের ভাড়া কমপক্ষে এক হাজার ৫০০ রুপির পড়ে। অথচ চীন বা ভিয়েতনামে এটি পড়ে মাত্র ৭০০ রুপি।