সিরিয়ায় ‘রুশ বিমান হামলা’য় নিহত ৪৪
সিরিয়ার ইদলিব প্রদেশে ‘রাশিয়ার বিমান হামলা’য় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা। এতে আহত হয়েছে আরো অনেকে।
সিরীয় মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
স্থানীয় টেলিভিশন চ্যানেল আরিহা আল-ইয়োম জানায়, রাশিয়ার জঙ্গিবিমান থেকে গুচ্ছবোমা ছোঁড়া হয়েছে।
সিরিয়ায় বিরোধীদের নিয়ন্ত্রিত চ্যানেল ওরিয়েন্ট টিভি জানায়, হামলায় ৪০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সরকারবিরোধী নুসরা ফ্রন্টসহ বেশ কিছু সংগঠনের মোর্চা ‘আর্মি অব কনকোয়েস্ট’এর ঘাঁটি আরিহার বাজারসহ বেশ কিছু স্থানে হামলা চালানো হয়। সংগঠনটির পরিচালক রামি আবদুল রহমান বলেন, হামলায় কমপক্ষে ৬০ জন মানুষ হতাহত হয়।
জঙ্গিগোষ্ঠী আইএস দমনে সম্প্রতি বিমান অভিযান শুরু করে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া । এ অভিযান নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও পিছপা হতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে এ অভিযানে সফলতা এসেছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে।