'সবুজ গাছে' পরিণত হল আইফেল টাওয়ার
ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধন উপলক্ষে সবুজ গাছের প্রতিচ্ছায়ায় সাজানো হয়েছে প্যারিসের গর্ব আইফেল টাওয়ারকে। বিশ্বব্যাপী বনায়নের সর্মথনে এমনটি করা হয়েছে বলে জানিয়েছের কর্তৃপক্ষ।
থ্রি-ডি প্রযুক্তির সাহায্যে আইফেল টাওয়ারকে ‘গাছে’ পরিণত করার এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও অস্কার বিজয়ী ফরাসি অভিনেত্রী ম্যারিয়ন কোশিলার্দ। সপ্তাহব্যাপী এই ‘এক হৃদয় এক গাছ’ অনুষ্ঠানটি পালিত হবে। এই সময়ে স্মার্টফোন ব্যবহারকারীরা একটি বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইফেল টাওয়ারে ‘গাছ’ লাগানোর সুযোগ পাবেন।
এরই অংশ হিসেবে আজ সোমবার স্মার্টফোন ব্যবহারকারীরা ‘ভার্চুয়াল ট্রি অন আইফেল’ নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে লাইটিং ও ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে একটি গাছের ছবি, তাদের নাম ও একটি সংক্ষিপ্ত বার্তার ছবি টাওয়ারের ওপর স্থাপন করেছেন।
অভিনব এই প্রকল্পের ডিজিটাল আর্টিস্ট নাজিহা মিসতাউ বলেন, ‘প্রত্যেকে আইফেল টাওয়ারে একটি করে গাছ লাগাতে পারবেন। তবে সত্যি গাছ নয়, ভার্চুয়াল গাছ। আমরা আশা করছি এই গাছ লাগানো তাদের হৃদয়কে বৃক্ষ আন্দোলনে উৎসাহিত করবে। এবং ‘ভার্চুয়াল ট্রি প্রকল্প’ প্রকৃতপক্ষে বনায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে।’
প্যারিসে আজ সোমবার থেকে পনের দিনের জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ১৫০ দেশের নেতারা।