পাকিস্তানে স্কুলে হামলায় চারজনের ফাঁসি কার্যকর
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলার ঘটনায় চারজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। সেই হামলায় ১৫০ জনের বেশি নিহত হয়। এদের বেশির ভাগই স্কুলছাত্র।
আজ বুধবার সকালে কোহাত শহরের একটি কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চার জঙ্গি হলেন মৌলভী আবদুস সালাম, হজরত আলী, মুজিবুর রহমান ও সাবেল। এই সপ্তাহের শুরুর দিকে সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ তাঁদের মৃত্যু পরোয়ানায় সই করেন।
বিবিসির খবরে বলা হয়েছে, হামলার প্রথম বার্ষিকীর দুই সপ্তাহ আগে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হলো। একটি সামরিক আদালত তাঁদের মৃত্যুদণ্ডাদেশ দেন এবং এই হামলায় ফাঁসি কার্যকরের ঘটনা এটিই প্রথম।
২০১৪ সালের ১৬ ডিসেম্বরে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে এই স্কুলে গুলিবর্ষণের পাশাপাশি বোমা হামলা চালায় তালেবান জঙ্গিরা।