মানবক্লোনে প্রস্তুত চীনা কোম্পানি
ক্লোন করার যাবতীয় ব্যবস্থা নিয়ে বিশাল প্রতিষ্ঠান দাঁড়িয়েছে চীনে। আগামী সাত মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাজ শুরু করার কথা। ২০২০ সালের মধ্যে ১০ লাখ গরুর ক্লোন করার পরিকল্পনা নিয়েছে বয়ালাইফ নামের ওই চীনা প্রতিষ্ঠান। তবে ঝড় ঝাপটা কেবল গরু না ঘোড়া আর কুকুরের ওপর পড়ারও সম্ভাবনা আছে। এমনকি সমাজ চাইলে মানুষের ক্লোন করাও শুরু করে দিতে পারে বয়ালাইফ।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে এমন কথাই শোনালেন বয়ালাইফের প্রধান নির্বাহী জু জিয়াওচুন। চীনা প্রতিষ্ঠান বয়ালাইফের সঙ্গে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সুম বায়োটেক রিসার্চ ফাউন্ডেশন।
মানবক্লোনের ব্যাপারে জু জিয়াওচুন বললেন, ‘প্রযুক্তি এখানেই আছে। যদি অনুমতি দেওয়া হয় আমার মনে হয় বয়ালাইফের চেয়ে ভালো কোনো প্রতিষ্ঠান কাজটা করতে পারবে।’
জু জিয়াওচুন বলেন, ‘দুর্ভাগ্যজনক, এখন আমরা এমন শিশু পাই যা মায়ের অর্ধেক ও বাবার অর্ধেক। ভবিষ্যতে এ নিয়ে তিনটি বিকল্প হবে, অর্ধেকে যেতে হবে অথবা নিতে হবে শতভাগ বাবার জিন অথবা শতভাগ মায়ের জিন।
জু আরো বলেন, ‘আমরা সবাইকে বলতে চাই ক্লোনিংয়ের বিষয়টি পাগলামি নয়।’