কানাডীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ
রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে শিশুদের লালন-পালনের জন্য দুজন আয়া রাখায় বিরোধীদের তোপে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁরা প্রধানমন্ত্রীর এ কাজটিকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন।
বিবিসির খবরে বলা হয়, নির্বাচনী প্রচারের সময় কনজারভেটিভদের শিশু পরিচর্যা সুবিধা নেওয়ার বিষয়ে সমালোচনা করেছিলেন ট্রুডো। তিনি বলেছিলেন, ধনী পরিবারগুলোর এ সুবিধা নেওয়া উচিত নয়।
কিন্তু সম্প্রতি কানাডার ‘অফিশিয়াল রেসিডেন্সেস অ্যাক্ট’-এর আওতায় শিশুদের যত্নে দুজন ‘বিশেষ সহকারী’ রাখেন ট্রুডো।
গত সপ্তাহে পার্লামেন্টে বিষয়টির অনুমোদন দেওয়া হয়। ট্রুডোর মন্ত্রিসভার শপথের দিন ৪ নভেম্বর থেকে ওই দুজনের বেতন কার্যকর ধরা হয়।
কানাডার সরকারি সূত্রগুলো জানায়, ওই দুই আয়া দিনের শিফটে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কানাডীয় ডলার পাবেন। আর সন্ধ্যার শিফটে ঘণ্টাপ্রতি পাবে ১১ থেকে ১৩ ডলার। তাঁরা ট্রুডোর তিন সন্তানের দেখভাল করবেন।
বিষয়টিকে ভণ্ডামিপূর্ণ উল্লেখ করে কনজারভেটিভ দলের নেতা লিসা রাইট আরো বলেন, দুজন বিশেষ সহকারীর মজুরি ট্রুডোর বেতন থেকেই দেওয়া উচিত।