মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির কেদাহ প্রদেশের একটি প্লাইউড কারখানায় কাজ করার সময় তাঁদের আটক করা হয়। কারখানাটি চীনের মালিকানাধীন। সেখানে বাংলাদেশিরা কারিগর হিসেবে নিয়োজিত ছিলেন।
মালয়েশিয়ার স্টার অনলাইন পত্রিকা জানিয়েছে, গত মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আট দেশের ৮৯ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশের ১৫ নাগরিক রয়েছেন।
কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি হাশিম বলেন, পুলিশ অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে মালয়েশিয়ার এক নাগরিককেও আটক করেছে।
অবৈধ অভিবাসীদের মধ্যে ২৬ জন নেপালের, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের ২১ জন করে, পাকিস্তান ও চীনের দুজন করে এবং কম্বোডিয়া ও মিয়ানমারের একজন করে নাগরিক রয়েছেন।