চাঁদে ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া
চাঁদের বুকে একটি স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে রাশিয়া। দেশটির বার্তা সংস্থা তাস-এর খবরে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যেই চাঁদে ঘাঁটি তৈরির জন্য বেশ কিছু অভিযানের পরিকল্পনা করা হয়েছে।
যদিও চাঁদে পদার্পণের বিষয়ে সাবেক সোভিয়ত ইউনিয়নকে ৫০ বছর পেছনে ফেলে আগেই সেখানে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। তবু রাশিয়া চাইছে, এর চেয়ে ভালো কিছু করতে। তাদের সাম্প্রতিক পরিকল্পনা হলো, ভারী বস্তু পরিবহনে সক্ষম ছয়টি রকেট উৎক্ষেপণ করা।
দি ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলছে, ১৯৭০ সাল থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এনওয়ান রকেট চাঁদে পাঠানোর চেষ্টা করে আসছিল। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে ১৯৭৬ সালে এ কাজে সমর্থ হয় তারা।
চাঁদের মাটিতে স্থায়ী ঘাঁটি তৈরি করতে তিন দফায় পাঠানো হবে ছয়টি রকেট। এ জন্য নতুন আঙ্গারা এ ফাইভ মডেলের রকেটগুলোর পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। চাঁদের এই স্থায়ী ঘাঁটিতে থাকবে একটি সোলার পাওয়ার স্টেশন, টেলিযোগাযোগ স্টেশন, টেকনোলজিক্যাল স্টেশন, সায়েন্টিফিক স্টেশন, দূর গবেষণার রোভার, অবতরণ এবং উৎক্ষেপণ এলাকা।
এদিকে, রাশিয়ার অর্থনৈতিক অবস্থার দিকে তাকিয়ে সমালোচকরা বলছেন, এই খারাপ অবস্থার মধ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা সত্যিই বিস্ময়কর।