ভারত ও চীনের কূটনীতিকের বৈঠক
ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনের সঙ্গে বৈঠক করেছেন চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং। আজ বুধবার সকালে ভারতীয় হাইকমিশনারের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। দূতাবাস সূত্র বৈঠকটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে আখ্যায়িত করেছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ৯০ মিনিট ধরে দুই কূটনীতিক আলাপ-আলোচনা করেন। আলোচনার বিষয় সম্পর্কে সঠিক ধারণা না পাওয়া গেলেও দেশের সাম্প্রতিক পরিস্থিতি উঠে এসেছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ নয়টি দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন এবং যুক্তরাজ্য, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, তুরস্কের কূটনীতিকরা ছিলেন। এর আগে গত ১ মার্চ তাঁরা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে দেশের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
দুটি বৈঠকেই ভারত ও চীনের এ দুই কূটনীতিক অনুপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক সংসদীয় উপকমিটির একটি প্রতিনিধিদল। ছয় সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপকমিটির ভাইস চেয়ারম্যান ক্রিশ্চিয়ান ড্যান প্রেডা। অন্য সদস্যরা হলেন ক্যারল ক্রাসকি, ইয়োসেফ ভেইডেনহোলজার, ব্রিজিটি বাটেইলি, মার্সিন গাসিক ও লেভেন্তে সাসি।