গুপ্তচরের শিরশ্ছেদ করে পুতিনকে আইএসের চ্যালেঞ্জ
রাশিয়ার গুপ্তচর সন্দেহে এক ব্যক্তির শিরশ্ছেদ করে সেই ভিডিও পোস্ট করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ভিডিওতে পুতিনের সব অনুসারীকে এভাবে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তাঁরা। এ ছাড়া রুশ ভাষায় রাশিয়ায় হামলার হুমকি দিয়ে পারলে হামলা ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইএস।
ভিডিওতে হত্যাকারী নিজেকে রাশিয়ান বংশোদ্ভুত ‘মুজাহিদ’ হিসেবে পরিচয় দেন। এ ছাড়া যে রাশিয়ান ‘গুপ্তচরের’ শিরশ্ছেদ করা হয়েছে ভিডিওতে তিনিও রাশিয়ান ভাষাতে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেন।নিহত ওই ব্যক্তি জানান, রাশিয়ার গোয়েন্দা দপ্তরের হয়ে আইএসের বিষয়ে খোঁজ-খবর নিতে সিরিয়ায় গিয়েছিলেন তিনি।
ইউটিউবে ‘ইউ শ্যাল বি ডিসএপয়েন্টেড অ্যান্ড হিউমিলিয়েটেড এ রাশিয়ানস’ শিরোনামের আট মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, যে ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে তাঁকে প্রথমে একটি অন্ধকার ঘরে নিয়ে ‘স্বীকারোক্তি’ নেওয়া হয়। ছয় মিনিট ধরে ‘স্বীকারোক্তি’ দেন ওই ব্যক্তি। এরপর তাঁকে একটি নদীর পাশে নিয়ে শিরশ্ছেদ করা হয়।
আইএসের পোস্ট করা নৃশংস এই ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যে অনেকবার দেখা হয়। পরে ‘আচরণবিধি লঙ্ঘনের’ অভিযোগে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট কর্তৃপক্ষ এটি স্থগিত করে দেয়। তবে এরই মধ্যে সংবাদমাধ্যমের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।
আইএসের পোস্ট করা ভিডিও নিয়ে একটি সংবাদপ্রতিবেদন :