তুরস্ককে আল্লাহ শাস্তি দিচ্ছেন : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সিরিয়া সীমান্তে রাশিয়ার বিমানকে গুলি করে ভূপাতিত করায় আল্লাহ তুরস্ককে শাস্তি দিচ্ছেন।’
আজ বৃহস্পতিবার মস্কোতে দেশটির পার্লামেন্টে জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণে পুতিন এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘সম্ভবত একমাত্র আল্লাহই জানেন, তারা (তুরস্ক) কী করেছে।’
পুতিন বলেন, ‘শুধু বাণিজ্যিক অবরোধই নয়, আরো শাস্তি পাবে তুরস্ক। ...তারা যেটা করেছে সেটা আমরা তাদের একবারও মনে করাব না, কিন্তু তারা সেটা মনে করে বারবার দুঃখ পাবে।’
পুতিন বলেন, তুরস্কের এ ঘটনাকে ‘সন্ত্রাসীকে সহযোগিতা’ হিসেবে আখ্যায়িত করা থেকে সরে আসবে না রাশিয়া।
বক্তব্যে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তেল কেনার জন্য তুরস্কের কঠোর সমালোচনা করেন পুতিন। এ সময় তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক জোট গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া তিনি সন্ত্রাসীদের সহযোগিতা করার দ্বৈত নীতি থেকেও সরে আসার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান। তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে রাশিয়ান এসইউ-২৪ বিমান ভূপাতিত করার ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ যুদ্ধাপরাধ’হিসেবেও উল্লেখ করেন।
এদিকে, রুশ-তুরস্ক বাগযুদ্ধ চললেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলুর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করার কথা রয়েছে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) সম্মেলনের পাশাপাশি তারা আলাদাভাবে বৈঠক করবেন।
গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় বিমানটির একজন পাইলট নিহত হন। এ ছাড়া, আরেক পাইলটকে উদ্ধার করা হয়। এরপর থেকে তুরস্ক ও রাশিয়ার সম্পর্কে টানাপড়েন চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে অভিযোগ করেছেন, তেলের পাইপলাইন সুরক্ষা করতেই তুরস্ক রুশ বিমানকে ভূপাতিত করেছে।
সর্বশেষ গত বুধবার রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয় আইএসের সঙ্গে তেল ব্যবসায় তুরস্কের প্রেসিডেন্ট ও তাঁর পরিবার জড়িত। তবে আইএসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের কথা বরাবরই অস্বীকার করে আসছে তুরস্ক। সেইসঙ্গে গুলি করে রুশ বিমান ভূপাতিত করার বিষয়ে রাশিয়ার কাছে ক্ষমা না চাওয়ার বিষয়েও অনড় রয়েছে দেশটি। এ ঘটনায় এরইমধ্যে রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। আকাশসীমা লঙ্ঘনের কারণেই বিমানটিকে গুলি করা হয়েছে বলে তুরস্ক দাবি করে। তবে, রাশিয়া তা অস্বীকার করে আসছে।