কায়রোয় রেস্টুরেন্টে পেট্রলবোমা হামলা, নিহত ১৬
মিসরের রাজধানী কায়রোতে একটি রেস্টুরেন্টে পেট্রলবোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। আজ শুক্রবার শহরের কেন্দ্রস্থলে আগৌজা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। মিসরের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় পত্রিকা কায়রো পোস্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তিনজন মুখোশধারী ব্যক্তি এল সায়েদ রেস্টুরেন্টে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। রেস্টুরেন্টের কাছে একটি নাইটক্লাবেও হামলার চেষ্টা করেছে তারা। ওই হামলার সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, বিস্ফোরণে দগ্ধ হয়ে অথবা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১৬ জন মারা গেছেন।
এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিচ তলায় রেস্টুরেন্টের পাশেই একটি নাইটক্লাব আছে। সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকতার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মোটরসাইকেলে বসা ব্যক্তিরা ভবনটির ভিতরে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে মিসরে বেশ কয়েকটি বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জঙ্গিরা এর দায় স্বীকার করেছে। বেশির
ভাগ হামলারই লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী।