আইএস সন্দেহে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫
মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর চারজনের মধ্যে একজন ইউরোপের, দুজন মালয়েশিয়ার এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। তাঁরা আইএসের একটি দল হিসেবে মালয়েশিয়ায় কাজ করতেন বলে দাবি পুলিশের। তবে কারো নাম প্রকাশ করা হয়নি।
মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর বলেন, গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে একজন ৪৪ বছর বয়স্ক ইউরোপীয় নাগরিক, যিনি পেনাং প্রদেশের একটি স্কুলে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিলেন। ওই ব্যক্তির সঙ্গে আল-কায়েদার সংশ্লিষ্টতা আছে। এ ছাড়া তিনি আফগানিস্তান, বসনিয়ায় যুদ্ধে অংশ নিয়েছেন। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন ৩১ বছর বয়সী এক ইন্দোনেশীয়, দুই মালয়েশীয় ও এক বাংলাদেশি নাগরিক।
মালয়েশিয়ার পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই আইএসের একটি সেল হিসেবে কাজ করতেন। তাঁদের দায়্ত্বি ছিল ওই জঙ্গিগোষ্ঠীর জন্য সদস্য সংগ্রহ। দলটির নেতা এক মালয়েশীয় স্বীকার করেছেন, ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে তাঁরা আইএসের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির সঙ্গে যোগাযোগ করেন।
বিভিন্ন সংবাদ সংস্থা ও মালয়েশিয়ার সংবাদমাধ্যম সূত্রে গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের পরিচয় জানা যায়নি।
মালয়েশিয়ার পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার লক্ষ্যবস্তু হামলার উদ্দেশ্যে ১০ আইএস সদস্য গত অক্টোবরে প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছে এমন খবরের পর দেশে নিরাপত্তা জোরদার করেছে মালয়েশিয়া সরকার।