শাদে নারী আত্মঘাতীদের হামলায় নিহত ১৫
মধ্য আফ্রিকার দেশ শাদের লেক শাদসংলগ্ন কুলফুয়া দ্বীপে আত্মঘাতী চার নারীর বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩০ জন মানুষ।
স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।
শাদের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘হামলায় ১৯ জন নিহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। এদের মধ্যে চার আত্মঘাতী হামলাকারীও রয়েছে। এতে আরো ১৩০ জন আহত হয়।’
শাদে কর্মরত জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, শনিবার মধ্য দুপুরে ব্যস্ততম একটি মার্কেটে এ হামলা চালানো হয়।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মার্কেটের মধ্যভাগ থেকে দুটি হামলা চালানো হয়। তৃতীয় হামলাটি হয় মার্কেটের পাশের সড়কে। হামলাকারীদের সবাই নারী।
রয়টার্স-এর খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে। নাইজার, ক্যামেরুন ও নাইজেরিয়া সীমান্তসংলগ্ন সর্পিল দ্বীপটি এর আগেও হামলাস্থল বানিয়েছে বোকো হারাম। কারণ, এ অঞ্চলে হামলা চালিয়ে দ্রুতই পানিপথে পালিয়ে যাওয়া যায়।