হামলার পর ফ্রান্সে ডানপন্থীরা পোক্ত অবস্থানে
ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে। বুথফেরত জরিপে আভাস দেওয়া হয়েছে, নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) বড় ধরনের জয় পাচ্ছে।
গতকাল রোববারের এ নির্বাচনে এফএন ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে থাকবে। ১৩টি রাজ্যের মধ্যে ছয়টিতেই এগিয়ে রয়েছে ডানপন্থী দলটি।
তার পরই বেশি ভোট পেয়েছে সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজির মধ্য ডানপন্থী দল রিপাবলিকান পার্টি। দলটি ২৭ শতাংশ ভোট পেয়ে এ আঞ্চলিক নির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসছে।
বর্তমান রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদের দল তৃতীয় অবস্থানে চলে গেছে। ওলাঁদের দল পেয়েছে ২২ শতাংশের কিছু বেশি ভোট।
গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলায় ১৩০ জন নিহত হন। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় বাতাক্লঁর থিয়েটারে। ওই হামলায় ৯০ জন মানুষ নিহত হন। হতাহত হন আরো অর্ধশতাধিক মানুষ। ভয়াবহ ওই সিরিজ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর পর থেকে আইএস দমনে মধ্যপ্রাচ্যে নতুন করে তৎপরতা শুরু করে ফ্রান্স।
ভয়াবহ এ হামলার তিন সপ্তাহের মাথায় এ আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হলো। তাতে দেখা যাচ্ছে, ডানপন্থীরা এ নির্বাচনে ভালো ফল করেছে। এফএন অভিবাসনের ব্যাপারে খুবই কট্টর। এই দলটি মনে করে, অভিবাসনের সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে।
নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় এ ফলাফলকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়ে এফএনের নেতা মারিন লু পেন বলেন, ‘এটা অনন্যসাধারণ এবং বর্তমান প্রেক্ষাপটে একেবারেই অপ্রত্যাশিত।’
এ নির্বাচনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ও বর্তমান রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদের দলের মৃত্যু হয়েছে বলেও মন্তব্য করেন ডানপন্থী নেতা মারিন লু পেন।
তবে এ নির্বাচনের গোটা ফলাফল পেতে আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ১৩ ডিসেম্বর।