বন্দীদের বিশ্বকাপ দেখার ব্যবস্থা করার নির্দেশ
কারাগারে আটক বন্দীদের বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার সুযোগ করে দিতে সেখানে কেব্ল সংযোগ দিতে ব্যস্ত ভারতের একটি কারা কর্তৃপক্ষ। কারাবন্দীরা যেন খেলা দেখতে পারেন, সে জন্য দেশটির একটি আদালত এ আদেশ দেন।
গতকাল বুধবার বিচারপতি এ কে গোস্বামী আদেশে বলেন, ‘একটি সুস্থ মনের জন্য বন্দীদের বিনোদন প্রয়োজন।’ তাই ভারতের গোহাটির কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে আগামী পাঁচদিনের মধ্যে কেব্ল সংযোগসহ টেলিভিশনের ব্যবস্থা করতে নির্দেশ দেন তিনি।
আসাম রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান শহর গোহাটির ওই কারা কর্তৃপক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘সংযোগ দেওয়ার কাজ এরই মধ্যে শুরু করা হয়েছে। আদালতের রায় মানতে আমরা বাধ্য। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই কেবল সংযোগসহ টেলিভিশন সেট বসানোর কাজ শেষ করা হবে।’
এর আগে স্থানীয় এক আদিবাসী নেতাসহ সাত বন্দী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো দেখার অনুমতি চেয়ে শহরের উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেন। পিটিশনে বলা হয়েছে, ‘ভারতের সংবিধান অনুযায়ী খবর, খেলা এবং বিনোদনের জন্য টেলিভিশন দেখা মৌলিক অধিকারের মধ্যে পড়ে।’
যদিও ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনে ভারতের খেলাগুলো সরাসরি দেখা যায়। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের অন্য ম্যাচগুলো শুধু স্টার টিভি কেব্ল নেটওয়ার্কেই দেখা যায়।