‘প্রেমিকা’ পিৎজাকেই বিয়ে করতে চান ‘প্রেমিক’
ভালোবাসা আর সম্পর্ক নিয়ে হাজার ঝুটঝামেলার এই যুগে প্রেমিকাকে ভালোবাসার চেয়ে পিৎজাকে ভালোবাসা সহজ। তাই প্রেমিকার রাগ ভাঙাতে সময় অপচয় না করে, পিৎজা খাওয়াতেই মন দেওয়া ভালো। এমনটাই ধারণা ২২ বছরের রাশিয়ান যুবক আন্দ্রেসের।
আর তাই প্রেমিকার বদলে তাঁর একমাত্র প্রেম পিৎজা। আর শুধু প্রেমেই আটকে নেই রাশিয়ান যুবক। ডাবল চিজের একটি পেপেরনি হাতে নিয়ে বিয়ের প্রস্তাবই দিলেন পিৎজাকে। আর কনের সাজে প্রিয় পিৎজাকে সাজিয়েছেনও তিনি। সেই ছবি আবার প্রকাশ করেছে ডেইলি মেইল।
কিন্তু, এত কিছু থাকতে পিৎজাই কেন? পিৎজাকে বিয়ের প্রস্তাবের পেছনে রাশিয়ান যুবকের যুক্তিটাও অদ্ভুত। তাঁর দাবি, প্রেমিকা বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু পিজা? কখনোই না।
পিৎজাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বটে। কিন্তু সেই বিয়েকে সমর্থন করেনি ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ ও রাশিয়ান সরকার। তাতে কি, একটুও না দমে ওয়েটার, শেফ আর ‘প্রিয়তমা’ পিৎজাকে নিয়ে রেস্তরাঁয় জমকালো রিসেপশন সারলেন যুবক। আবার সেই ছবি টুইটারে পোস্ট করার পর তা ফলাও করে প্রচার করেছে সংবাদমাধ্যমও।