প্যারিসের তৃতীয় হামলাকারী শনাক্ত
প্যারিসে গত মাসে বাতাক্লঁর কনসার্টে হামলা চালানো তৃতীয় এক ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। ওই ব্যক্তি আত্মঘাতী হামলা চালিয়েছিল। ফরাসি মিডিয়াগুলো এ তথ্য জানিয়েছে।
গত ১৩ নভেম্বর রাতে প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় ১২৯ জন নিহত হন। এর মধ্যে বাতাক্লঁর কনসার্টে হামলায় নিহত হন ৯০ জন। আহত হন আরো শতাধিক মানুষ। তাঁদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক জারি করা হয় ফ্রান্সে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তৃতীয় ওই হামলাকারীর নাম ফুয়াদ মোহাম্মেদ আগাদ (২৩)। ওই ব্যক্তি দেশটির স্ট্রাসবুর্গ এলাকা থেকে এসেছেন। ২০১৩ সালের শেষ দিকে একটি দলের সঙ্গে তিনি সিরিয়া থেকে ঘুরে আসেন। ওই দলের অনেকেই গ্রেপ্তার হলেও ফুয়াদ গ্রেপ্তার হননি।
বাতাক্লঁতে আত্মঘাতী হামলা চালানো অপর দুই ব্যক্তিকে অগেই শনাক্ত করে পুলিশ। তাঁরা হলেন ওমর ইসমাইল মোস্তেফি (২৯) ও স্যামি অ্যামিমর (২৮)। মোস্তাফিকে শনাক্ত করা হয় অনুষ্ঠানস্থলে নেওয়া আঙুলের ছাপ থেকে।
বাতাক্লঁয় যুক্তরাষ্ট্রের ব্যান্ড ঈগলস অব ডেথ মেটালের কনসার্ট চলছিল। ওই সময় আত্মঘাতী হামলা চালানো হয়।