লিবিয়ার জন্য মানবিক সাহায্যের আবেদন জাতিসংঘের
জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লিবিয়ার জন্য ১৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে।
আবেদনে বলা হয়েছে, উত্তর আফ্রিকার এ দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী সহিংসতার স্বীকার এবং তাদের রক্ষা করা প্রয়োজন।
লিবিয়াবিষয়ক জাতিসংঘের মানবিক সমন্বয়ক আলী আল-জাতারি তিউনিসিয়ার রাজধানীতে বুধবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, ‘নানা সংকটের মধ্যে থাকা লিবীয় জনগণকে মানবিক সাহায্যে এগিয়ে আসতে আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ, সেখানে মানবিক সংকট আরো তীব্র হবে বলে আমরা আশঙ্কা করছি।’
জাতারি দেশটিতে মানবিক যুদ্ধবিরতি এবং করিডোর খোলার আহ্বান জানিয়েছেন, যাতে প্রয়োজনীয় ত্রাণ সেখানে পৌঁছাতে পারে।
লিবিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিনিধি সাঈদ জাফর হোসেন জানান, খাবার পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদা পূরণে প্রচুর অর্থের প্রয়োজন।