মালয়েশিয়ায় গবেষণায় পুরস্কার পেলেন বাংলাদেশের মেহেদী
শিক্ষাক্ষেত্রে গবেষণায় বিশেষ অবদান রাখায় মালয়েশিয়ার মালয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ড. মোহাম্মদ মেহেদী মাসুদকে পুরস্কৃত করেছে। তিনি পিএইচডি শিক্ষার্থীদের মধ্যে সম্মানজনক পুরস্কার ‘পিএইচডি ক্যান্ডিডেট উইথ হায়েস্ট পাবলিকেশন’ অ্যাওয়ার্ড-২০১৫ জিতে নিয়েছেন।
ড. মেহেদী পরিবেশগত অর্থনীতির ওপর তাঁর তিন বছরের পিএইচডি শিক্ষাজীবনে ২৩টি ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক ইনফরমেশন (আইএসআই) জার্নাল প্রকাশ করে এই বিশেষ পুরস্কার জিতে নেন। পুরস্কার হিসেবে মালয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্রেস্ট, সার্টিফিকেট, আট হাজার রিংগিত (প্রায় এক লাখ ৮০ হাজার টাকা) সম্মানী এবং ভবিষ্যতে উচ্চতর গবেষণার জন্য সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। গত ২ ডিসেম্বর মালয়া বিশ্ববিদ্যালয় থেকে ড. মেহেদীকে পুরস্কার দেওয়া হয়।
২৩টি আইএসআই জার্নাল ছাড়াও ড. মেহেদীর আরো তিনটি প্রকাশনা রয়েছে। চীন ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আটটি কনফারেন্সে অংশ নেন। এ ছাড়া তিনি পড়ালেখার পাশাপাশি রিসার্চ অ্যাসিসটেন্ট, টিচিং অ্যাসিসটেন্টসহ বিভিন্ন শিক্ষামূলক কাজে জড়িত ছিলেন। মালয়েশিয়ার মন্ত্রণালয়ের সঙ্গে একটি প্রকল্পে কাজ করেন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশন ইউএনসিএইচআরে একজন দোভাষী হিসেবে কাজ করেন।
ড. মেহেদী মালয়েশিয়ার আদি মানুষ ‘ওরাং আসলিদের’ নিয়ে কাজ করেন এবং বিভিন্ন দ্বীপের মাশরুম কালটিভেশন প্রজেক্টে এখনো কাজ করছেন।
২০০২ সালে ড. মেহেদী মালয়েশিয়ায় এসে ভর্তি হন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ায় (আইআইইউএম)। ২০০৭ সালে ব্যাচেলর অব হিউম্যান সায়েন্সেস ইন কমিউনিকেশনে থেকে অনার্স শেষ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে মাস্টার ইন ম্যানেজমেন্টে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স ডিগ্রি শেষ করেন। এরপর ২০১২ সালে মালয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাইট স্পার্ক স্কলারশিপ পেয়ে পিএইচডি শুরু করেন। ড. মাসুদ তিন বছরে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর সেশনে পিএইচডি শেষ করেন।
ড. মেহেদী তাঁর সাফল্যের জন্য মা-বাবার দোয়া, সহধর্মিণীর সমর্থন, পরিবারের সহযোগিতা এবং সুপারভাইজরদের অবদানের কথা উল্লেখ করেন। তাঁর পিএইচডি গবেষণা কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখবে বলে তিনি মনে করেন। আগামীতে বাংলাদেশি বিভিন্ন শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের নিয়ে একটি রিসার্চ ইনস্টিটিউট শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
ড. মেহেদীর জন্ম বাংলাদেশের ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে। তাঁর বাবা হাফিজুর রহমান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মা শামছুন্নাহার গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। শিক্ষাজীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পেয়েছেন সাফল্য। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও কোনো বাধা-বিপত্তি তাঁকে থামিয়ে রাখতে পারেনি।