অনূর্ধ্ব ১২ ও ১৩ ফুটবল দলের সঙ্গে মালয়েশিয়া প্রবাসীদের নৈশভোজ
বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সুপার মক কাপ খেলতে মালয়েশিয়ায় আসা বাংলাদেশ অনূর্ধ্ব ১২ ও অনূর্ধ্ব ১৩ ফুটবল দলের সঙ্গে নৈশভোজ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া যুবলীগের নিজস্ব কার্যালয়ে এ নৈশভোজের আয়োজন করা হয়।
৪২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দলের সম্মানে আয়োজিত এ নৈশভোজে খুদে ফুটবলারদের সৌজন্যে গান পরিবেশন করেন মামা সাংস্কৃতিক গোষ্ঠীরা শিল্পীরা। এ সময় সমবেত কণ্ঠে দেশীয় গানের সুরে মুখর হয় পুরো হলরুম।
নৈশভোজের আয়োজক মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ সংক্ষিপ্ত বক্তৃতায় ফুটবলারদের উদ্দেশ করে বলেন, ‘লাল সবুজের পতাকার বাহক তোমরা। তোমরা আমাদের সোনার ছেলে। আজ কোরিয়াকে হারিয়ে তোমরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছো। প্রবাসে তোমাদের সঙ্গে মিলিত হতে পেরে আমরা সত্যি আনন্দিত।’
নৈশভোজে যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, মাসুদুল আলম রনি, শরিফ আহমেদ, শুভাষ, হাকিম, আল আমিন ডলার, জাহিদ ছাড়াও সানওয়ে, পুডু ও বুকিত বিনতাং যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, মামা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সবুজ মামা প্রমুখ।
দ্বিতীয়বারের মতো এই আসরে অংশ নেওয়া বাংলাদেশ দল প্রথমবারের চেয়ে ভালো ফলের দিকে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন অনূর্ধ্ব ১৩ দলের কোচ জাকারিয়া বাবু। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয়, এক ড্র ও এক হার। অনূর্ধ্ব ১৩ দলের সবচেয়ে বড় জয়টি এসেছে দক্ষিণ কোরিয়ার সুওন এস বি উইংগস-এর সঙ্গে ৫-০ গোলের ব্যবধানে।
টুর্নামেন্টে ডি গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে জাপান, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। তবে সি গ্রুপে থাকা অনূর্ধ্ব ১২ ফুটবল দল চার ম্যাচে এক জয়, এক ড্র ও দুই হার নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। প্রায় প্রতিদিনই রাজধানী কুয়ালালামপুরের বুকিত জলিল, মে ব্যাংক কেএলএমসহ বেশ কয়েকটি স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলা হচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দলের সঙ্গে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াছ হোসেন।