জলবায়ু সম্মেলনে চুক্তির খসড়া চূড়ান্ত
প্যারিসে জলবায়ু সম্মেলনে কার্বন নির্গমন ও পরিবেশ রক্ষাবিষয়ক ঐতিহাসিক চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। দুই সপ্তাহ ধরে চলা জলবায়ু সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও বৈঠক বর্ধিত করা হয়। বর্ধিত সময়ের ১৬ ঘণ্টায় খসড়া চূড়ান্তের খবর জানা যায়। তবে খসড়ার বিষয়বস্তু এখনো বিস্তারিত জানা যায়নি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াসের কার্যালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ শনিবার সকাল ১০টার দিকে চুক্তির খসড়া মন্ত্রীদের সামনে উপস্থাপন করার কথা। ওই কর্মকর্তা আরো বলেন, মন্ত্রীদের সামনে চূক্তির খসড়া উপস্থাপন করা হবে। এটি অনুবাদ করা হবে জাতিসংঘের ছয়টি ভাষায়।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কোনো মন্ত্রীর আপত্তি না থাকলে শনিবাবের বৈঠকেই খসড়া চুক্তি অনুমোদন পাবে। ফ্রান্সের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা নাগাদ চুক্তির অনুমোদন সম্পর্কে জানা যাবে।
জলবায়ু চুক্তি সম্পর্কে আশাবাদী ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস বলেন, বর্তমান আলোচনা অন্য যে কোনো সময়ের চেয়ে আশাব্যঞ্জক।
এর আগে বিবিসি জানায়, জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছেন বিশ্বনেতারা। তবে এটি ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করা হবে বলেও জানান তাঁরা। তবে দীর্ঘ সময়ের জন্য কার্বন নির্গমন কমানোর ব্যাপারে বিশ্বনেতাদের মধ্যে মতপার্থক্য দেখা যায়।
বিবিসির মতে, কার্বন নির্গমনের বিষয়ে উন্নত বিশ্বের মতের সঙ্গে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা যায়। কার্বন নির্গমন কমানোর জন্য চাপ থাকলেও চীন ও ভারত বিষয়টি মেনে নিতে অনিচ্ছুক।