পাকিস্তানে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত
আবারও বোমা বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তান। ছুটির দিনে ভিড়ে ঠাসা বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। জখম হয়েছে আরো ৩০ জন। আজ রোববার সকালে দেশটির উত্তর-পশ্চিমে আদিবাসী অধ্যুষিত প্যারাচিনা শহরের সদ্দার বাজারে বিস্ফোরণটি ঘটে। ওই এলাকাটি শিয়া অধ্যুষিত বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে ডন অনলাইন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।