শুধু মুসলমানদের দোষারোপ নয় : ওবামা
বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের জন্য শুধু মুসলমানদের দায়ী করা যাবে না। শনিবার এক রেডিও ভাষণে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের এমনই বার্তা দিলেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। রেডিওতে দেওয়া বক্তব্যে ওবামা আরো বলেন, ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনগুলোর উদ্দেশে মুসলিম ও পাশ্চাত্য দুনিয়ার মধ্যে যুদ্ধ বাধানো।
যুক্তরাষ্ট্রবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ওবামা বলেন, ‘আইএসের মতো বিশ্বব্যাপী জঙ্গি সংগঠনগুলো চায় আমাদের ধর্ম আর আদর্শের মধ্যে ব্যবধান তৈরি করতে। এ জন্যই তারা বিশ্বব্যাপী সন্ত্রাস ছড়াচ্ছে। আর ধর্মের মধ্যে থাকা মনুষ্যত্বের পাঠটিকে বাদ দিয়ে তারা ধর্মকে ভুলভাবে উপস্থাপন করছে। আর তাদের এই ভ্রান্ত বক্তব্যে আকৃষ্ট হচ্ছে অল্প কিছু মানুষ। কিন্তু এই অল্প কিছু মানুষকে দিয়ে পৃথিবী বিচার করা যাবে না। পুরো পৃথিবী এখনো সত্য ও ন্যায়ের পথে।’
গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার পর এই নিয়ে তৃতীয়বার জাতির উদ্দেশে বক্তব্য দিলেন ওবামা। প্রত্যেকবারই তাঁর মুল বক্তব্য ছিল, কেউ যেন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধকে ধর্মযুদ্ধ ভেবে ভুল না করে। তাতে সবারই ক্ষতি। ওবামা আরো বলেন, ‘কুসংস্কার আর ধর্মীয় বৈষম্যই আমাদের(যুক্তরাষ্ট্রের) জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে সাহায্য করবে আইএসকে।’
গত মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকে পুরো ইউরোপসহ যুক্তরাষ্ট্রেও বেড়ে চলেছে মুসলিম বিদ্বেষ। তাই এ সময়ে দেওয়া বক্তব্যে সব ধর্মই যাতে সহাবস্থান করে সে বিষয়টিতেই জোর দেন তিনি। তিনি আমেরিকাবাসীকে অনুরোধ করেন, সব ধর্মের লোকদের পাশাপাশি চলার ঐতিহ্য এই মহান দেশে (যুক্তরাষ্ট্র) আছে। এ পরিস্থিতিতে মুসলিম বন্ধুদের কাছে ছুটে গিয়ে তাদের বুঝিয়ে দিতে হবে যে সবাই তাদের পাশে আছে।
এ ছাড়া সব মুসলিম জনগণের উদ্দেশে ওবামা বলেন, ‘আমরা সবাই আমেরিকান পরিবারের। এ পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধর্মের বাবা-মায়েদের, শিশুদের, শিক্ষক ও ছাত্রদের, রাজনীতি, বাণিজ্য কিংবা বিনোদনের নেতাদের উদ্দেশে আমার এটাই বক্তব্য।’