প্যারিসে শিক্ষকের ওপর কথিত আইএসপন্থীর হামলা
প্যারিসে স্কুল শিক্ষকের ওপর ধারালো অস্ত্রসহকারে হামলা চালিয়েছে এক ব্যক্তি। আইএসের সঙ্গে যুক্ত বলে দাবি করে ওই ব্যক্তি বলেছে, এটি কেবল শুরু। এ ঘটনার তদন্ত করছে ফরাসি পুলিশ।
ফরাসি পুলিশের তদন্তকারী কর্মকর্তারা বলেন, প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের অব্যাভিলি শহরতলির একটি স্কুলে হুড পরিহিত এক ব্যক্তি প্রবেশ করে। ওই ব্যক্তি একটি শ্রেণিকক্ষে ঢুকে কাঁচি ও কাগজ কাঁটার ছুরি ছিনিয়ে নেয়। পরে সে ওই স্কুলের এক শিক্ষকের ওপর হামলা চালায়।
৪২ বছর বয়স্ক শিক্ষকের পরিচয় প্রকাশ করেনি।
ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার শিকার শিক্ষক এখন সুস্থ আছেন। তবে হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি। একই সঙ্গে ওই ব্যক্তি আইএসের সঙ্গে যুক্ত কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী নাজাত ভালু বেলকাসেমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এখন থেকে বিদ্যালয়গুলোতেও নিরাপত্তা জোরদার করতে হবে। স্কুলগুলোও মনে করে তারা হুমকির মুখে আছে।
গত ১৩ নভেম্বর রাতে প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় ১২৯ জন নিহত হয়। আহত হয় আরো শতাধিক মানুষ।