নারী যোদ্ধাদের ভয় পায় আইএস
নারীদের ভয় পায় মধ্যপ্রাচ্যভত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টকে এমনটাই জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইরত কুর্দি নারী যোদ্ধারা।
এদিকে এই তথ্যকে কাজে লাগিয়ে সিরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বী নারীরা গড়ে তুলেছে ‘নারীদের সেনাদল’। আর প্রতিদিনই সেই বাহিনীতে যোগ দিচ্ছেন নারীরা। ইনডিপেনডেন্ট জানায়, এই নারী সেনাদল কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের নারী শাখারই একটি অংশ। নতুন এই বাহিনীতে যোগ দেওয়া নারীরা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল-কাহতানিয়া শহরে জড়ো হচ্ছেন।
কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের এক নেতা জানান, এই দলে তাঁরাই যোগ দিচ্ছেন, যাঁরা মনে করেন নারীরা কেবল ঘরে থাকার জন্য জন্মাননি।
আইএসের নারীভীতি সম্পর্কে প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিল এই কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটই। সংগঠনটির নারী শাখার কর্মীরা সংবাদমাধ্যমকে জানিয়েছিল, আইএস ভাবে তারা ইসলামের নামে যুদ্ধ করছে। তাদের বিশ্বাস, আইএসের কেউ যদি একজন নারী, একজন কুর্দি নারীর হাতে নিহত হয়, তাহলে তারা বেহেশতে যেতে পারবে না। আর তাই তারা নারীদের ভয় পায়।