রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়নে মস্কোয় কেরি
রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দেশটি সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বর্তমানে তিনি দেশটির রাজধানী মস্কোতে অবস্থান করছেন। জানা গেছে, সিরিয়া বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলোচনার প্রাক্কালে জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উভয়েই আশা প্রকাশ করেন, দুই দেশ ঐকমত্যে আসতে পারবে।
জানা গেছে, লাভরভের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কেরি। ওই সাক্ষাতেও দুই দেশের সম্পর্কের উন্নয়নে আলোচনা হতে পারে।
সিরিয়া নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য আছে, যার একটি হলো বাশার আল-আসাদ প্রসঙ্গ। সিরিয়ায় প্রেসিডেন্ট পদ থেকে বাশারের অপসারণ চায় যুক্তরাষ্ট্র। অপরদিকে রাশিয়া চায় সিরিয়ার জনগণই তাঁদের ভাগ্য নির্ধারণ করুক।
চলতি বছরের সেপ্টেম্বরে বাশার সরকারের সহযোগিতায় সিরিয়ায় থাকা ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা শুরু করে রাশিয়া। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যুক্তরাষ্ট্র সমর্থিত বাশার সরকারের বিদ্রোহীদের স্থাপনাই রাশিয়ার বিমান হামলার লক্ষ্যবস্তু।
গত বছর সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অবস্থিত আইএস লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে তবে দামেস্কের সঙ্গে এই হামলার বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয় না। আর চলতি বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো শুরু করে রাশিয়া। তবে এর পর থেকেই রাশিয়ার লক্ষ্যবস্তু নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্রে। আর এরই মধ্যে রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করে বিতর্ক তোলে ন্যাটোভুক্ত দেশ তুরস্ক।