বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইমরান খান
নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির দেড় মাস পর অবশেষে এ বিষয়ে মুখ খুললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার ও বর্তমানে রাজনীতিবিদ নিজের সাফাই গেয়ে বলেন, দ্বিতীয় স্ত্রী রেহাম খানকে জোরপূর্বক ঘরে মধ্যে রাখার কোনো প্রচেষ্টা তাঁর মধ্যে ছিল না।
সম্প্রতি আজ তাক টেলিভিশন চ্যানেলে ‘সাদি বাত’ শীর্ষক অনুষ্ঠানে দ্বিতীয় বিয়ের ভাঙন প্রসঙ্গে বলতে গিয়ে ইমরান খান নিজের অবস্থান তুলে ধরেন। তিনি দাবি করেন, কখনোই রেহামকে তিনি ঘরের মধ্যে থাকতে ও ‘চাপাতি’ (খাবার) বানাতে বলেননি। পুরো সম্পর্কের ব্যাপারের একটি ভুল চিত্র তৈরি হয়েছে, যেখানে তাঁকে দেখানো হয়েছে ঘরে নির্যাতনকারী হিসেবে।
চলতি বছরের শুরুতে সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ইমরান। তবে মাত্র ১০ মাসের মাথায় গত ৩০ অক্টোবর তাঁদের বিচ্ছেদের খবর জানা যায়। ওই সময় জানা যায়, রাজনীতির প্রতি রেহামের আগ্রহের কারণেই এই বিচ্ছেদ। আর রেহাম দাবি করে আসছেন, তাঁকে ঘরে থেকে চাপাতি বানানো উচিত এবং বাইরে থাকা ঠিক নয় এমন কথা বলেছেন ইমরান।
৬২ বছর বয়স্ক ইমরান ও ৪২ বছর বয়স্ক রেহামের বিয়েটা ছিল দুজনের জন্যই ছিল দ্বিতীয়তম। ইমরান এর আগে বিয়ে করেছিলেন ব্রিটিশ সাংবাদিক জেমিমা গোল্ডস্মিথকে। তাঁদের ওই বিয়ে টিকেছিল নয় বছর। ২০০৪ সালের জুনে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। অপরদিকে বিবিসির সাবেক সাংবাদিক রেহাম খানের তিন সন্তান আছে। ২০১৩ সালে তিনি পাকিস্তানে বসবাস শুরু করেন।