পুতিন কেন এভাবে হাঁটেন?
এ বছরও তিনি ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি হয়েছেন। তাঁকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহের সীমা নেই। প্রায় প্রতিদিনই তাঁর নাম সংবাদের শিরোনামে উঠে আসে।এই ব্যক্তিটি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা করলেও আমরা হয়তো কখনোই খেয়াল করিনি তিনি একটু অদ্ভুত ভঙ্গিতে হাঁটেন।
নেদারল্যান্ডসের রাদবাউদ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের স্নায়ুবিজ্ঞানের অধ্যাপক বাস্তিয়ান ব্লম ও তাঁর সহকর্মীরা লক্ষ করেছেন, পুতিন প্রায়ই তাঁর ডান হাতটিকে অনমনীয় করে, আর বাম হাতটিকে স্বাভাবিকভাবে দুলিয়ে হাঁটেন।
ব্রিটিশ মেডিকেল জার্নালের অনলাইন প্রকাশনায় ব্লম ও তাঁর সহকর্মীরা লিখেছেন, আমরা পরপর ইউটিউবে প্রচারিত কয়েকটি ভিডিও দেখেই এই বিষয়টি লক্ষ করেছি।
ব্লুম ও তাঁর সহকর্মীরা ভ্লাদিমির পুতিনের পারকিনসন রোগের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না। এ রোগের কারণে শরীরের মাংসপেশি শক্ত হয়ে যায়।
তবে কিছু বিশেষজ্ঞের ধারণা, রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবিতে দীর্ঘদিন কাজ করার কারণেই হয়তো পুতিন এভাবে হাঁটেন। এই সম্ভাবনার পিছনে তাঁরা যুক্তি দিতে গিয়ে কেজিবিতে পুতিনের প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করেছেন। কেজিবিতে প্রশিক্ষণার্থীরা বাম হাত দিয়ে অস্ত্র ধরে বুকের কাছে নিয়ে ডান হাত দিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ নেন। পুতিনের এই হাঁটার ভঙ্গিটিকে ‘বন্দুকবাজের ভঙ্গি’ হিসেবে অভিহিত করা যায়।