জোটভুক্তির কথা পাকিস্তানকে জানায়নি সৌদি আরব!
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ৩৪টি মুসলিম দেশ নিয়ে জোট গঠিত হয়েছে। সৌদি আরবের নেতৃত্বে গঠিন নতুন এই জোটের অন্যতম সদস্য বলে ঘোষিত হয়েছে পাকিস্তানের নাম। কিন্তু দেশটির সরকারের দাবি, সন্ত্রাসবিরোধী জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি তারা জানেই না। এ ধরনের কোনো অনুমতি দেয়নি পাকিস্তান সরকার।
পাকিস্তানের পরররাষ্ট্র সচিব আজিজ চৌধুরী আজ সাংবাদিকদের বলেন, জোটের অংশ হিসেবে পাকিস্তান নাম ঘোষণা করেছে সৌদি আরব— এমন সংবাদ দেখে তিনি বিস্মিত।
আজিজ বলেন, সৌদি আরবের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে এই বিষয়ে দেশটির ভাষ্য জানাতে বলা হয়েছে। এই বিষয়ে রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাসে নির্দেশ পাঠানো হয়েছে।
পাকিস্তান সরকারের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ‘ডন’কে বলেন, জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি।
আজ বুধবার এক বিবৃতিতে সৌদি সরকার ঘোষণা করে, সন্ত্রাসবাদ দমনে ৩৪টি মুসলমান দেশের সহযোগিতায় একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। এটি প্রাথমিকভাবে ইরাক, সিরিয়া, লিবিয়া, মিসর ও আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমনে কাজ করবে। সংগঠনটির প্রধান কার্যালয় হবে রিয়াদ।
ডন জানিয়েছে, পাকিস্তানের অনুমতি ছাড়াই সৌদি আরবের কোনো জোটে দেশটিকে অন্তর্ভুক্ত করার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ইয়েমেনে হামলা চালানোর সময় দাবি করা হয় এই জোটে পাকিস্তান আছে। এমনকি ওই হামলা বিষয়ে খোলা এক মিডিয়া সেন্টারে পাকিস্তানের পতাকাও লাগানো হয়। তবে ইয়েমেনে হামলার জোটে নিজেদের অন্তর্ভুক্তির কথা অস্বীকার করে পাকিস্তান।
পাকিস্তান সরকারের নীতি অনুযাযী জাতিসংঘের শান্তি মিশন ছাড়া বিশ্বের অন্য কোনো স্থানে দেশটির কোনো সেনা মোতায়েন করা হবে না। এমনকি আইএসবিরোধী জোটে যুক্ত হতে দুইবার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। দুবারই এই আহ্বানে সারা দেয়নি পাকিস্তান।