পাখি-বোমা বানাতে শকুন খুঁজছে আইএস!
কিছুদিন আগে আত্মঘাতী হামলায় মুরগি ব্যবহারের পরিকল্পনা ফাঁস করেছিল মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এবার একই ধরনের হামলা চালাতে বড় কোনো পাখি ব্যবহার করতে চায় সংগঠনটি। সে জন্য ইরাক ও সিরিয়ার বিভিন্ন চিড়িয়াখানা ভেঙে শকুন সংগ্রহের পরিকল্পনা করছে আইএস সদস্যরা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার-এর খবরে বলা হয়, আইএসের একজন সমর্থক পাখি ব্যবহারের বিস্তারিত পরিকল্পনা অনলাইনে ফাঁস করেছে। এতে তিনি লিখেছেন, পাখির পায়ে ইউরিয়া বোমা বেঁধে বড় ধরনের বিমান ভূপাতিত করা যাবে।
ওই আইএস সদস্য লিখেছেন, ‘ক্রুসেডাররা এবং শিয়া বিমান হামলা খিলাফতের সেনাদের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি। তাদের মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ। এ জন্যই আমাদের উদ্যমী হতে হবে এবং সমাধান বের করতে হবে। একটি আইডিয়া আমার মাথায় এসেছে। এটি আমি অন্য মুজাহিদিনদের কাছে পৌঁছাতে চাই।’
চলতি বছরের শুরুতে শত্রুদের মোকাবিলায় আইএস মুরগি ব্যবহার করছে বলে খবর পাওয়া যায়।