ধর্ষণের আসামিকে পিটিয়ে হত্যা, নাগাল্যান্ড-আসামে উত্তেজনা
ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে ধর্ষণের অভিযোগে জেলহাজতে থাকা এক যুবককে কারাগার ভেঙে বের করে হত্যার ঘটনায় অঞ্চলটিতে কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে নাগাল্যান্ডের পাশের রাজ্য আসামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় সংক্ষুব্ধ দুই হাজারের বেশি লোক গত বৃহস্পতিবার বিকেলে জেলের গেট ভেঙে আসামের বাসিন্দা সৈয়দ শরিফ উদ্দিন খানকে (৩৫) হত্যা করে। পরে তাঁকে একটি ক্লক টাওয়ারের সঙ্গে ঝুলিয়ে রাখে স্থানীয়রা। তিনি বাংলাদেশি অভিবাসী বলে জানা গেছে। পুলিশি হেফাজতে থাকা ওই ব্যক্তির বিরুদ্ধে এক নাগা নারীকে ধর্ষণের অভিযোগ ছিল।
এনডিটিভির খবরে বলা হয়, ওই যুবককে হত্যার পর আসাম ও নাগাল্যান্ডের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় নাগাল্যান্ডসংলগ্ন আসাম সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকালের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে নাগাল্যান্ড সরকার। এ ঘটনায় ব্যর্থতার দায়ে তিন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নাগাল্যান্ড সরকারের কাছে প্রতিবেদন চেয়েছে। যেকোনো সাংঘর্ষিক পরিস্থিতি মোকাবিলায় দুই রাজ্যের যেকোনো সাংঘর্ষিক প্রস্তুতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে দেশের আধা-সামরিক বাহিনীগুলোর কাছেও সহায়তা চেয়েছে নাগাল্যান্ড সরকার।