ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে জাহাজডুবি
ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। আজ শনিবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে জাহাজটি ডুবে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
জাহাজটি সুলাওয়েসির কোলাকা থেকে দক্ষিণ সুলাওয়েসির উদ্দেশে রওনা হয়েছিল। এতে ১০৮ জন যাত্রী ছিল বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। অপর একটি সংবাদমাধ্যম দাবি করেছে, জাহাজটিতে ১২২ জন যাত্রী ছিলেন।
তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে বা কী ঘটেছে ডুবে যাওয়া জাহাজটির যাত্রীদের ভাগ্যে, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানায়নি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। তবে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের পথে রওনা হয়েছে।