ভারতীয় জেলেদের হত্যার হুমকি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর
আগামী সপ্তাহেই শ্রীলঙ্কা সফরের কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর মধ্যেই গতকাল শুক্রবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির এক টেলিভিশন চ্যানেলকে বললেন, ‘জলসীমা লঙ্ঘন করলে ভারতীয় মৎস্যজীবীদের গুলি করে মারা হবে।’
তামিল চ্যানেল ‘থানথি টেলিভিশনকে’ দেওয়া এক সাক্ষাৎকারে রনিল বিক্রমসিংহে এ মন্তব্য করেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, বিক্রমাসিংহে বলেন, ‘যদি কেউ আমার বাড়িতে জোর করে ঢোকে, আমি তাকে গুলি করতে পারি। এতে যদি সে মারা যায়, কিছু করার নেই। আইন আমাকে তা করতে অনুমতি দিয়েছে।’
গত ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুর সীমান্তে ভারতীয় একটি মাছ ধরার নৌকা শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়লে দেশটির নৌবাহিনী গুলি চালায়। এই ঘটনায় নৌবাহিনীর কাজকে সমর্থন জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
ভারতীয় জেলেদের পরামর্শ দিয়ে বিক্রমাসিংহে বলেন, ‘নিজের দেশের সীমানায় থাকলে কোনো ঝামেলা হবে না। কিন্তু সীমানা লঙ্ঘনেই ঝামেলা।’ তবে প্রধানমন্ত্রী জানান, জলসীমানায় মৎস্য আহরণের বিষয়টি নিয়ে ভারতের সাথে আলাপের মাধ্যমে একটি চুক্তি করার চেষ্টা চলছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। এনডিটিভি জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিষয়টি নিয়ে এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীনের বলেছেন, ‘কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই ঘটনার তদন্ত শেষ করতে হবে।’