যুক্তরাষ্ট্রে যেতে পারলেন না ১১ ব্রিটিশ মুসলিম
ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিল যুক্তরাজ্যের ১১ সদস্যের একটি মুসলমান পরিবার। যথারীতি বিমানবন্দরেও গিয়েছিল। কিন্তু সেখানে মার্কিন কর্মকর্তাদের বাধার মুখে বাড়ি ফিরে যেতে হয়েছে তাঁদের।
বিবিসির খবরে বলা হয়, ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে নরওয়েজিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল ওই পরিবারের। কিন্তু বিমানে ওঠার ঠিক আগমুহূর্তে মার্কিন নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তাঁদের আটকে দেন।
ওই ১১ জনের মধ্যে নয়জনই ৮ থেকে ১৯ বছর বয়সী শিশু, কিশোর ও তরুণ।
ওই পরিবারের একজন তারিক মাহমুদ। ঘটনা প্রসঙ্গে তিনি যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানকে বলেন, তাঁরা ক্যালিফোর্নিয়ায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেখান থেকে শিশুদের নিয়ে ডিজনিল্যান্ডে যাওয়ার কথা ছিল তাঁদের।
তারিক মাহমুদ আরো বলেন, বিমানের টিকেটের জন্য তাঁদের খরচ হয়েছে নয় হাজার পাউন্ড। কিন্তু বিমান কর্তৃপক্ষ সে টাকা ফেরতও দেয়নি।
এদিকে, মুসলমান পরিবারকে যুক্তরাষ্ট্রে যেতে না দেওয়ার ঘটনায় চটেছে যুক্তরাজ্যের বিভিন্ন মহল। দেশটির বিরোধী দল লেবার পার্টির আইনপ্রণেতা স্টেলা ক্রিজি এ বিষয়ে প্রধানমন্ত্রী ক্যামেরনকে চিঠি লিখেছেন। সেখানে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের আহ্বান জানানো হয়।