নাইজেরিয়ার গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
দক্ষিণ নাইজেরিয়ার একটি গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি ট্রাক থেকে রান্নার গ্যাস সরবরাহের সময় আনাব্রা প্রদেশের নিউয়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে। স্থানীয় কিছু গণমাধ্যম নিহতের সংখ্যা ৩৫ বলছে, আবার কোথাও এ সংখ্যা শতাধিক উল্লেখ করা হয়েছে।
নিহতদের মধ্যে গ্যাস নিতে আসা সাধারণ মানুষ, কারখানার শ্রমিক ও পথচারী রয়েছে। এ ঘটনায় আহতদের অনেককে নিউয়ির নামডি ইয়াজিকিউয়ি বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর পরই ওই এলাকায় ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন ভ্যানগার্ড পত্রিকাকে জানান, গ্যাস শীতল হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই তা গ্রাহকের মধ্যে সরবরাহের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় যারা গ্যাস নিতে এসেছিল, তাদের অনেকে পুড়ে মারা যায়।
এ সময় আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আফ্রিকার দরিদ্র এ দেশটিতে মাঝেমধ্যেই এ ধরনের বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।