পেট ফুলিয়ে ‘গর্ভবতী’, বোমাবাজ ভেবে নারী আটক
পেটে গোলাকৃতির একটি বস্তু রেখে গর্ভবতী সেজেছিলেন ফ্রান্সের এক মুসলিম নারী। সেটিকে বোমা হিসেবে সন্দেহ করেছে দেশটির পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা। করণীয় হিসেবে ২৫ বছর বয়সী ওই নারী ও তাঁর ৩৪ বছর বয়সী এক ছেলেবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।
দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, ওই দুজন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন—এমন সন্দেহে গত সপ্তাহে ফ্রান্সের মন্তপেলিয়ে এলাকায় তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তল্লাশিকালে পুলিশ ভুয়া গর্ভধারণের বিষয়টি আবিষ্কার করে। পরে সেটি বোমা কি না, সে বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ।
ওই তদন্ত দলের একটি সূত্র জানায়, ওই নারীর পেটে গোলাকার যে বস্তুটি ছিল, সেটি অ্যালুমিনিয়ামের কাগজে মোড়ানো ছিল। এ দেখে সন্দেহ করা হয়, বস্তুটি বোমা হতে পারে।
ফ্রান্সের পুলিশের ভাষ্য, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গর্ভবতী সেজে আত্মঘাতী বোমা হামলা চালানোর অনেক নজির আছে। আর সে কারণেই গ্রেপ্তার নারীর প্রতি সন্দেহ বেড়েছে।
গত ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সে উচ্চ সতর্কতা জারি করে দেশটির সরকার। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপরতা বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।