সিরিয়ায় বিমান হামলায় বিদ্রোহী কমান্ডার নিহত
দামেস্কের ঘৌতা এলাকায় রুশ বিমান হামলায় বিদ্রোহী সংগঠন জায়েশ আল ইসলামের কমান্ডার জাহরান আলাউশ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।
ওই হামলায় সংগঠনটির আরো পাঁচ সদস্য নিহত হয়েছেন।
জায়েশ আল ইসলাম দামেস্কের সবচেয়ে প্রভাবশালী বিদ্রোহী সংগঠন। শুক্রবার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে বৈঠকের সময় সংগঠনটির নেতাকর্মীদের ওপর ওই হামলা চালানো হয়।
আলজাজিরার খবরে বলা হয়, রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে বলে সিরিয়া সরকারের বিভিন্ন সূত্রও নিশ্চিত করেছে।
দামেস্কে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চক্ষুশূল ছিলেন জাহরান আলাউশ। তাঁর নেতৃত্বাধীন জায়েশ আল ইসলাম ২০ হাজার সদস্যের একটি সুগঠিত সশস্ত্র বাহিনী। তিনি আসাদের জন্য ক্রমে হুমকি হয়ে উঠছিলেন। রুশ বিমান হামলায় তাঁর নিহত হওয়াটা বিদ্রোহীদের জন্য বড় একটি ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের দমনে সম্প্রতি বিমান হামলা শুরু করে রাশিয়া। এ হামলায় আইএস দমনে সাফল্যের কারণে দেশটি যেমন আলোচিত, তেমনি বিদ্রোহীদের হত্যার কারণে সমালোচিত।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থার দাবি, রাশিয়া সিরীয় বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এ ধরনের দাবি নাকচ করেছে মস্কো।