বড়দিনে যুক্তরাজ্যের মসজিদে খাবার বিতরণ
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর বড়দিন। এবারের বড়দিন উৎসবে যুক্তরাজ্যের বার্মিংহাম কেন্দ্রীয় মসজিদ নিয়েছে অন্যরকম একটি উদ্যোগ। যুক্তরাজ্যের প্রসিদ্ধ এই মসজিদ কর্তৃপক্ষ ‘ক্রিসমাস স্যুপ কিচেন’ আয়োজন করেছে। ব্ড়দিনের এই আয়োজনের মাধ্যমে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বার্মিংহাম মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ডিসেম্বর থেকেই মসজিদের একদল স্বেচ্ছাসেবক ও কমিটির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। এটি চলবে আগামী বছর ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দেড়শ জন মানুষের জন্য এই আয়োজন করা হয়। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খাবার বিতরণ সম্পন্ন হয়। আর এই বিতরণে ১৫ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। সাধারণত স্বল্প আয়ের পরিবার, অভিবাসন প্রত্যাশী ও গৃহহীন মানুষরাই খাবার নিতে আসে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনেডেন্টের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কারণে এবারের বড়দিনে আয়োজন কম ছিল। অগের বছরও ছিল এমন অনেক আয়োজন, যা এবার বন্ধ হয়ে গেছে। তবে এরই মধ্যে বার্মিংহাম মসজিদ কর্তৃপক্ষ ক্রিসমাস স্যুপ কিচেন চালিয়ে যাচ্ছে।
দুস্থদের মধ্যে খাবার বিতরণের অন্যতম আয়োজক বার্মিংহামের সমাজকর্মী কাসিম চৌধুরী বলেন, বার্মিহামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একটি সমাজের মতো বসবাস করে। আর সমাজের উন্নয়নেও সবাই অংশ নেয়।