বুদ্ধিমান কাক
‘কাক ও কলসি’ এমন একটি শিরোনামে ঈশপের নীতিমূলক একটি গল্প অনেকেই পড়েছেন। এই গল্পে একটি তৃষ্ণার্ত কাক কলসি খুঁজে পায় যেখানে পানির পরিমাণ ছিল সামান্য। নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে চারপাশে পড়ে থাকা নুড়ি পাথর কলসিতে ফেলে কাক। পরে পানি ওপরে উঠে এলে তা খেয়েই তৃষ্ণা নিবারণ সে।
উল্লিখিত রূপক গল্পের শিক্ষা ছিল- ‘ইচ্ছা থাকলে উপায় হয়।’ তবে ওই গল্পের কাকের বুদ্ধিমত্তার বিষয়টি অনেক ক্ষেত্রেই এড়িয়ে যায়। মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা কাক কি আসলেই এতটা বুদ্ধিমান হতে পারে। নতুন এক গবেষণায় কাককেও বেশ বুদ্ধিমান বলে দাবি করেছেন গবেষকরা।
গবেষকরা দাবি করছেন, খাবার সংগ্রহের জন্য কাক বুদ্ধিমান প্রাণীর মতো অনেক কাজ করে। অনেক কাক এক্ষেত্রে সরল যন্ত্র তৈরি করে। আবার কাক মানুষের কাজ অনুসরণ করেও অনেক ক্ষেত্রে কাজ উদ্ধার করে।
যুক্তরাজ্যের গবেষকরা বন্য পরিবেশ থেকে আনা কাক দিয়ে নানা পরীক্ষা করেছেন যেখানে এগুলো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। অনেক পরীক্ষার ভিডিওচিত্র ইউটিউবে প্রকাশ করা হয়েছে।