মোদির দেওয়া পাগড়ি পরে নাতনির বিয়েতে নওয়াজ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সখ্য নিয়ে আবারো সরগরম বিভিন্ন গণমাধ্যম। শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে পাকিস্তানের করাচিতে নওয়াজের বাড়িতে গিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন মোদি। এবার মোদির কাছ থেকে উপহার হিসেবে পাওয়া পাগড়ি পরে নাতনির বিয়েতে গিয়ে নতুন করে আলোচনায় এলেন নওয়াজ।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার লাহোরে নাতনি মেহেরুন্নেসার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে (ওয়ালিমা) যোগ দেন নওয়াজ শরিফ। ওই সময় তাঁকে রাজস্থানি গোলাপি একটি পাগড়ি পরা অব্স্থায় দেখা যায়।
এ বিষয়ে নওয়াজের বাসভবন ‘জাতি উমরাহ’র একটি সূত্র পিটিআইকে জানায়, শুক্রবার করাচিতে অবস্থানকালে নওয়াজকে পাগড়িটি উপহার দিয়েছিলেন মোদি।
নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএল (এন)-এর একটি সূত্র জানায়, ‘উপহার হিসেবে মোদির দেওয়া পাগড়ি পরার মধ্য দিয়ে প্রতিবেশী দেশের প্রতি নওয়াজ শরিফের দায়িত্বশীল মনোভাবের প্রকাশ পেয়েছে। এ দিয়ে আরেকটি বিষয় বোঝা যায় যে, শরিফ মোদির দেওয়া উপহারের প্রতি সম্মান দেখিয়েছেন।’