এলাকা ভাসে বন্যায়, প্রেমিকাসহ সেলফিতে ভাসেন এমপি
যুক্তরাজ্যের অনেক অঞ্চলই এখন ভাসছে বন্যায়। আর এই বন্যার মধ্যে জনগণের পাশে না দাঁড়িয়ে রকডেলের লেবার পার্টির এমপি সিমন ডেংকজুক ‘প্রেমিকার’ সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন তাঁর টুইটারে। আর এই পোস্টের পর ছবির কমেন্ট বাক্সেই বয়ে গেছে সমালোচনার ঝড়। যুক্তরাজ্যের জনতা ডেংকজুককে ‘নির্বোধ’ বলে আখ্যায়িত করেছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, রকডেলের প্রায় ২০ হাজার ঘরবাড়ি এখন পানির তলায়। ফলে গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্রে গেছে প্রায় এক লাখ মানুষ। এ সময় ডেংকজুক তাঁর ‘প্রেমিকার’ সঙ্গে ছবি তুলে আপলোড করছেন। আর ওই অ্যালবামের শিরোনাম দিয়েছেন, ‘হ্যাপিডেইজ’, অর্থাৎ ‘আনন্দমুখর দিনগুলো’!
এর আগেও নানা কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়েছিলেন ব্রিটিশ রাজনীতিক সিমন ডেংকজুক। স্বল্প বসন পরা নিজের ছবি ও স্ত্রী ক্যারেন ড্যাংকজুকের নগ্নবক্ষা ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।