‘ট্রাকই আমার বউ’
তিন বছর আগের কথা। যুদ্ধে বিধ্বস্ত হয়েছিল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের বাসিন্দা আবু জিয়াদের (৬২) বাড়িটি। এর পর থেকে একটি মাত্র ট্রাকই তাঁর সম্বল। সেটি দিয়েই চলে আয়-রোজগার। রাতে ঘুমানও সেখানে।
দামেস্ক ঘুরে জিয়াদের মতো ঘরবাড়িহারা অনেকের চিত্র তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি। সেই লোকজনের কেউ কেউ থাকেন পরিত্যক্ত কোনো বাড়িতে, কেউ বা থাকেন কোনোরকমে নির্মিত বাড়িতে।
সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের পর বাস্তুচ্যুত এক কোটি ১০ লাখ লোকের একজন আবু জিয়াদ। এক শীতের দিনে এএফপির প্রতিবেদক তাঁর মুখোমুখি হন।
সুজুকি ব্র্যান্ডের সাদা ট্রাকটির সামনে একটি টুল পেতে দিনে সিগারেট বিক্রি করেন আবু জিয়াদ। রাতে পেছনের গাড়িতে গা এলিয়ে দেন। এভাবে কেটে যাচ্ছে তাঁর জীবন, জীবনের নিয়মে।
‘ট্রাকই আমার বউ। দিনে আমি তার সঙ্গে কথা বলি এবং রাতে তার কাছে আশ্রয় নিই। তবে সে এখন অনেক বয়সী। তাকে নিয়ে ঘোরাঘুরি করা যায় না’, এএফপিকে বলেন আবু জিয়াদ।
‘আমি ১৯৭৮ সাল থেকে ট্রাকটির মালিক। আমরা একসঙ্গেই বেড়ে উঠেছি, একসঙ্গেই বুড়িয়ে যাচ্ছি’, যোগ করেন জিয়াদ।
২০১২ সালের শুরুর দিকে দামেস্কের দক্ষিণাঞ্চলীয় সাবেনেহ এলাকায় অবস্থিত আবু জিয়াদের বাড়িটি বিধ্বস্ত হয়। এর কয়েক দিন পর তাঁর জীবনে নেমে আসে আরেক দুর্যোগ। মারা যান তাঁর স্ত্রী। একদিন গোলার আঘাতে নিহত হন তাঁর এক ছেলে। এর পর থেকে দামেস্ক শহরেই বসবাস জিয়াদের।