পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সরকারি অফিসের সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
পাকিস্তানের দৈনিক দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদানে নিসাট্টা রোডে ন্যাশনাল ডাটাবেস ও রেজিস্ট্রেশন অথরিটির (নাডরা) কার্যালয়ের মূল ফটকে এক আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে রাখা এই বোমার বিস্ফোরণ ঘটায়।
মারদান বিভাগের পুলিশের উপমহাপরিদর্শক সায়েদ ওয়াজির জানান, এটি আত্মঘাতী হামলার ঘটনা। তিনি আরো জানান, নিরাপত্তা প্রহরী হামলাকারীকে গেটে আটকে দেয়। এ সময় হামলাকারী মোটরসাইকেলটি অফিসের দিকে এগিয়ে নিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়।
এদিকে, হামলার পর এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই পাকিস্তানের (টিটিপি) শাখা সংগঠন জামাতুল আহরার। সংগঠনটি গত বছর ওয়াগা সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছিল।