সিরিয়ায় বিমান হামলায় বাংলাদেশি জঙ্গি নিহত
সিরিয়ার রাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় বাংলাদেশি নাগরিকসহ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি আজ বুধবার সকালে জানিয়েছে, নিহত ওই বাংলাদেশির নাম সাইফুল হক সুজন। তিনি ব্রিটেন থেকে কম্পিউটার প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে জানান, ১০ ডিসেম্বর রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়। তিনি বলেন, ‘তিনি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতেন। আইএসের হয়ে তিনি হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারি প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়নকাজেও নিয়োজিত ছিলেন।’
স্টিভ ওয়ারেন আরো বলছেন, সাইফুল হক সুজনের মৃত্যুর ফলে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একটি উৎস হারাল আইএস।
কর্নেল ওয়ারেন গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট ১০ জন নিহত হওয়ার কথা জানান। তাঁদের মধ্যে অন্তত দুজনের কথা তিনি উল্লেখ করেন, যাঁদের সঙ্গে প্যারিসে গত নভেম্বর মাসের হামলাকারীদের যোগাযোগ ছিল। তাঁদের একজনের নাম শারাফে আল মুদান বলে উল্লেখ করা হয়। তিনি সিরিয়াভিত্তিক একজন আইএস কমান্ডার ছিলেন, যাঁর সঙ্গে প্যারিসের মূল হামলাকারী আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়।