বিল ক্লিনটন বিশ্বের বড় নারী নির্যাতক : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিশ্বের সবচেয়ে বড় একজন নারী নির্যাতক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হিলারি ক্লিনটন সম্পর্কে তিনি বলেন, তাঁকে নারীরা পছন্দ করেন না।
ট্রাম্প বলেন, ক্লিনটনদের ওপর আক্রমণ করা ছাড়া তাঁর আর কোনো উপায় ছিল না। তিনি বলেন, ‘আপনি আপনার চারপাশের লোকজনকে মিথ্যা বলতে পারেন না। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে নারীদের কেউ বেশি সম্মান করেন না।’
হিলারি ক্লিনটন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘নারী ইস্যুতে হিলারি আমাকে সত্যি বেশ আঘাত করছেন। তিনি জয় পাচ্ছেন না।’
রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী আরো বলেন, ‘নারীরা হিলারিকে পছন্দ করেন না। এটা আমি সব সময় দেখে আসছি।’
স্থানীয় সময় বুধবার ট্রাম্প বলেন, ‘আমাকে তাঁর (হিলারি) স্বামী সম্পর্কে কথা বলতে হবে। (বিল ক্লিনটন) ব্যাপক নারী নির্যাতন করেছেন।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দ্বিতীয় মেয়াদে (১৯৯৭-২০০১) হোয়াইট হাউসের স্টাফ মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিল ক্লিনটন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। মার্কিন কংগ্রেসে তাঁর বিরুদ্ধে অভিশংসনেরও প্রস্তাব ওঠে।