যুবক ২ বছরে একবারও টয়লেটে যাননি!
তরতাজা যুবক। নাম স্টি ওয়াকার। বয়স ২৪ বছর। কিন্তু গত দুই বছরের মধ্যে একবারও তাঁকে টয়লেটে যেতে হয়নি। তিনি যাননি। সত্যি বলতে তাঁর প্রয়োজনই পড়েনি!
সম্প্রতি সিএনএন এক টুইটার বার্তায় এ খবর জানায়। সঙ্গে কয়েকটি ছবির লিংকও দেয়।
যুক্তরাজ্যের নাগরিক স্টি আসলে ‘ক্রোহন’ নামের এক জটিল রোগে আক্রান্ত। অন্ত্রের এই রোগের কারণে তাঁর এই অবস্থা। ২০১২ সালে তিনি এই রোগে আক্রান্ত হন। এরপর ডাক্তারের শরণাপন্ন হলে ৮০ বার তাঁর অস্ত্রোপচার করতে হয়। এরপর মলমূত্র ত্যাগ করার জন্য স্টির শরীরের সঙ্গে বিশেষ এক ধরনের ব্যাগ লাগিয়ে দেওয়া হয়। ফলে তাঁকে টয়লেটে যেতে হয় না।
সম্প্রতি স্টি এক সংবাদমাধ্যমকে বলেন, তিনি দুই বছর টয়লেটে যাননি। এরপরই তিনি দ্রুত আলোচনায় আসেন। কারণ তার পর তিনি প্রশ্নের উত্তর দিতে বসেছিলেন এক রিয়েলিটি শোয়ে।