মিউনিখে আত্মঘাতী হামলার পরিকল্পনা আইএসের
নববর্ষের উৎসবে জার্মানির তৃতীয় বৃহত্তম শহর মিউনিখে আত্মঘাতী হামলার পরিকল্পনা আছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস)। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জার্মানির বেভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখ। প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান হামলার আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বন্ধুসুলভ গোয়েন্দা’দের কাছ থেকে আইএসের হামলা পরিকল্পনার কথা জেনেছে জার্মানি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, হামলার শঙ্কার কথা জানিয়েছেন মিউনিখ পুলিশের প্রধান হুবেরতুস আন্দ্রে। তিনি বলেন, ‘পাঁচ থেকে সাতজন’ সন্দেহভাজন ‘আত্মঘাতী হামলা’র পরিকল্পনা করেছে বলে ধারণা করা হচ্ছে।
আত্মঘাতী হামলার শঙ্কায় মিউনিখের প্রধান রেলস্টেশনসহ অন্য স্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া গোটা শহরে সতর্ক অবস্থায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে আইএস।
প্যারিসের ঘটনার পর থেকে আইএসের হামলার শঙ্কায় বেলজিয়াম, যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশে নিরাপত্তা জোরদার করা হয়।