‘লম্বা ফর্দ’ নিয়েই মোদির কাছে মমতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ কিছুক্ষণ পরই সাক্ষাৎ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ‘লম্বা ফর্দ’ নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন। দীর্ঘ এই তালিকায় রাজ্যের অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থাকছে।
মোদির সঙ্গে মমতার এমন সময়ে সাক্ষাৎ হচ্ছে, যখন সরকারের পক্ষ থেকে শেষবারের মতো ভূমি অধিগ্রহণ বিল উত্থাপনের চেষ্টা চলছে। চলতি সপ্তাহেই বিলটি পার্লামেন্টে তুলতে চাইছে সরকার।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভূমি বিল নিয়েও আলোচনা হতে পারে।
কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দল সরকারের ভূমি বিলকে কৃষকদের জন্য ক্ষতিকর বলে দাবি করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সমালোচনার পরিপ্রেক্ষিতে বিলটিতে প্রায় এক ডজন সংশোধনী আনার পরিকল্পনা করছে সরকার।
এর আগে দিল্লিতে সাংবাদিকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জোরপূর্বক ভূমি দখল বিলের কট্টরবিরোধী তিনি।
মমতা জানিয়েছেন, রাজ্যের অর্থনৈতিক সংকট নিয়ে মোদির সঙ্গে তিনি আলোচনা করবেন। তিনি বলেন, এ বিষয়ে কাজ করার কথা ছিল অর্থ মন্ত্রণালয়ের। যেহেতু তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গত সপ্তাহে আগ্রহের কথা জানান মমতা। এর আগে মমতা বামপন্থীদের সমালোচনার মুখে পড়েন।
গত ডিসেম্বরে আকস্মিকভাবে রাষ্ট্রপতি ভবনে সভায় অংশ নেওয়ার পর থেকে বরাবরই প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন মমতা। অবশ্য মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা তাঁকে এড়িয়ে চলছেন। পরিকল্পনা কমিশনের গত সভায়ও তিনি প্রতিনিধি পাঠানো থেকে বিরত ছিলেন।